লন্ডনে এসে মুসলিমদের দেখে যান, ট্রাম্পকে সাদিক খান
লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অগ্রণী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লন্ডন শহর ঘুরিয়ে দেখানোর এবং ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন।
মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয়ার ট্রাম্পকে অজ্ঞ বলে সমালোচনা করেছিলেন লেবার নেতা সাদিক খান।
তবে ট্রাম্প বলেছেন, সাদিক খান ব্যতিক্রম থাকবেন এবং তার যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনো বাধা থাকবে না।
সাদিক খান এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি চান ট্রাম্প সমগ্র মুসলিম সম্প্রদায়ের জন্যই একই কথা বলুক।
সাদিক খান বলেছিলেন, ট্রাম্প এবং অন্যান্য যারা মনে করেন যে পশ্চিমা মূল্যবোধ মূলধারার ইসলামের সাথে সংগতিপূর্ণ নয়, লন্ডন তাদের ভুল প্রমাণ করেছে।
এরপর হাফিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে সাদিক খান বলেন, তিনি ট্রাম্পকে ইসলাম শিক্ষা দিতে চান।
‘কাজেই ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার বক্তব্য হচ্ছে –ইসলাম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গী যদি অজ্ঞ হয়, আপনি যদি এমন মুসলিমদের সাথে মিশে থাকেন যারা পশ্চিমা মূল্যবোধকে সংগতিপূর্ণ, স্বস্তিদায়ক মনে করেন না, সব ব্যাপারে স্বাভাবিক ভাবেন না, তাহলে লন্ডনে আসুন।’
‘আক্ষরিক অর্থেই এমন হাজার হাজার লন্ডনবাসী আছেন যারা একই সাথে মুসলিম এবং পশ্চিমা। আমার পরিবারের সাথে, আমার সাথে, আমার বন্ধুদের সাথে এবং অন্যান্য লন্ডনবাসীর সাথে দেখা করলে আশা করি (আপনি) নিশ্চিত হতে পারবেন যে এটা সম্ভব।’ সূত্র: দা টেলিগ্রাফ