লতিফ সিদ্দিকীর জামিন, মুক্তিতে বাধা নেই
লতিফ সিদ্দিকীর জামিন, মুক্তিতে বাধা নেই
২৩ জুন ২০১৫,মঙ্গলবার
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা দশ মামলায় সাবেক মন্ত্রী ও বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ জামিন আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহম্মেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ২৬ মে একই আদালত থেকে একই অভিযোগে আরো সাত মামলায় জামিন পেয়েছেন লতিফ সিদ্দিকী।
আজ জামিন পাওয়া ১০টি মামলার মধ্যে চট্রগ্রামে ৭টি, লক্ষীপুরে ১টি, চাঁপাইনবাবগঞ্জে ১টি ও ঢাকায় ১টি মামলা দায়ের করা হয়। আদালতে আসামীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান (কবির)।
ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে দেশের বিভিন্ন আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এসব মামলা মামলা দায়ের করা হয়েছে।
গতবছর ২৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ, হযরত মুহাম্মাদ সা: ও তাবলিগ জামাত বিষয়ে মন্তব্য করে বক্তব্য দেন। লতিফ সিদ্দিকীর ওই মন্তব্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে বিষয়টি আমলে নিয়ে সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করে। এছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় আওয়ামী লীগ।
বিদেশে থেকে দেশে এসে গতবছর ২৫ নভেম্বর তিনি ধানমন্ডি থানায় আত্মসমর্পন করেন। পুলিশ তাকে এসব মামলায় ঢাকা মহানগর আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে আটক রয়েছেন।