লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা রোববার সকালে এ আদেশ দেন। লতিফ সিদ্দিকীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় হজ ও তাবলীগ নিয়ে কটূক্তি করেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়। ২৬শে নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পনের পর তাকে কারাগারে পাঠানো হয়।