লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে শুক্রবার ঢাকায় হেফাজতের বিক্ষোভ

01/07/2015 1:09 pmViews: 6

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে

শুক্রবার ঢাকায় হেফাজতের বিক্ষোভ

 ১ জুলাই ২০১৫, বুধবার

পদচ্যুত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর আমীর মাওলানা নূর হোসেন কাসেমী। তিনি বলেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা না হলে আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর হেফাজতের সদস্য সচিব জুনাইদ আল হাবিব, নায়েবে আমীর উবায়দুল্লাহ ফারুক, হেফাজত নেতা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মনির হোসেন, ফজলুল করিম কাশেমী ও মুফতি জাকির হোসেন প্রমুখ উপস্থিত চিলেন।

Leave a Reply