লতিফের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল রোববার দুপুরে এ সংক্রান্ত একটি গেজেট কমিশনে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগে লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের সময় নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ ও ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করেন।
এরপরই তাকে গ্রেফতার এবং মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার দাবি তোলে ইসলামী বিভিন্ন সংগঠন। পরবর্তীতে তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তার নামে দেশের বিভিন্ন আদালতে মামলাও দায়ের করা হয়। দেশে ফেরার পর তিনি নিজেই থানায় আত্মসমর্পন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।