লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

15/02/2016 3:38 pmViews: 12
লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
 
লক্ষ্মীপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা
ওয়ান ইলেভেনের পর যাচাই না করে শেখ হাসিনার বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এক’শ কোটি টাকার আরও একটি মানহানির মামলা করা হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু।
তার আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডেইলি স্টারে শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করা হয়। সে কারণে ১’শ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
এর আগে ৯ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদ্দুনবী সোহেল ৫০ কোটি টাকার একটি মামলা দায়ের করেন। লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করে। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ান, রাকিব পাটোয়ারী ও জিয়াউল করিম নিশানকে সাক্ষী করা হয়েছে।

Leave a Reply