লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে আহত ৭
২৭ মে, ২০১৫
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ডাকাত বাশার বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সদর উপজেলার মৌটুবী গ্রামে প্রায় ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছে। এসময় বাশার বাহিনীর সহযোগী রাশেদ, গুলিবিদ্ধব অবস্থায় মোশারফ ও ফয়সালকে আটক করেন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ১টি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ৩ টি চোরা, ১টি কুড়াল সিগনাল লাইট উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোটুবী চৌকিদার বাড়িতে ডাকাত বাশার বাহিনীর ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এসপি সার্কেল নাসিম মিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় বাশার বাহিনীর সদস্যরা পুলিশের উপস্থিতির টের পেয়ে কয়েক রাউন্ড গুলি চালালে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় বন্দুকযুদ্ধে পুলিশের এস আই আবুল বাশার, কনস্টেবল বাহার, দেলোয়ার, নাজমুলসহ ৭ জন আহত হয়। পরে পুলিশ বাশার বাহিনীর সহযোগী রাশেদকে গুলিবিদ্ধবস্থায়, মোশারফ ও মোঃ ফয়সালকে অস্ত্র ও গুলিসহ আটক করে এবং গুলিবিদ্ধ রাশেদকে পরে সদর হাসপাতালে ভর্তি করে। রাশেদ সদর উপজেলার চরচামিতা মকরম ভুইয়া বাড়ীর আবুল খায়েরের ছেলে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈদয় নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতদের কাছ থেকে ১টি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ৩ টি চোরা, ১টি কুড়াল সিগনাল লাইট উদ্ধার করা হয়। ডিবি কার্যালয় তাদের জিজ্ঞাবদ করা হচ্ছে।