লক্ষ্মীপুরে গোফরান স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৪ উদযাপন।
নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে দেশ ব্যাপী পালিত হচ্ছে ষষ্ঠ বাবের মতো জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৪, সরকারি ও বেসরকারি সকল পাঠাগারে নিজস্ব উদ্যোগে এ দিবস উদযাপনের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে। তার ‘ই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের গোফরান স্মৃতি পাঠাগারে আয়োজন করা হয় শিশুদের নিয়ে বই পড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা। আজ ৫ ‘ই ফেব্রুয়ারী সকাল ১০ টায় পাঠাগারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পাশাপাশি শিশুদের জন্য রাখা হয় বই পড়া প্রতিযোগিতা, শেখ রাসেল ও বঙ্গবন্ধু কে নিয়ে লেখা বই পড়া ও উপস্থিত আলোচনায় অংশ নিয়ে প্রথম হয় ২য় শ্রেণীর শিক্ষার্থী মোঃ তামজীদ হোসেন । উৎসাহ ও আনন্দ মুখর পরিবেশে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশু শিক্ষার্থীরা।
পাঠাগারের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সন্চালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, সভাপতি মোঃ ইসমত দ্দোহা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেরাজ হোসেন সাইমুন, সহ – ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক মোঃ নুর নবী, সদস্য মো: জহির, সদস্য মো: মুন্না প্রমুখ।
২০১৮ সালে প্রতিষ্ঠিত “গোফরান স্মৃতি পাঠাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র হতে তালিকাভূক্ত হয়। তালিকাভুক্তি নাম্বার : জাগ্রকে /০৫৮৬, তারিখ :২৭.০৮.২০২৩, জাতীয় দিবসের পাশাপাশি স্হানীয় পর্যায়ে নিয়মিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয় নিয়মিত পাঠাগারে।