লক্ষ্মীপুরে এমপি ‘র সাথে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধিদের সৌজন্যে সাক্ষাৎ,

17/01/2024 9:18 pmViews: 2

মো: ইসমত দ্দোহা , লক্ষ্মীপুর : নবনির্বাচিত ও সদ্য শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় নেতা কর্মী, জনসাধারণ, শুধীজন, স্বেচ্ছাসেবী সংগঠন ও পেশাজীবী সংগঠন প্রতিনিধিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন লক্ষ্মীপুর সদর -০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম ফারুক পিংকু মিয়া ।

লক্ষ্মীপুর মাদাম দলীয় কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যা ‘র পর হতে শুভেচ্ছা বিনিময়, পরিচিত ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রচন্ড শীতের মধ্যেও গভীর রাত পর্যন্ত চলে এই শুভেচ্ছা বিনিময় কার্যক্রম। হাসিমুখে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি, জনসাধারণ ও খুব খুশী একজন জনবান্ধাব সংসদ সদস্য পেয়ে।
ন্যাশনাল প্রেস সোসাইটি ( এনপিএস) মানবাধিকার চন্দ্রগন্জ থানা কমিটি, জেলা আমিন সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ” গোফরান স্মৃতি পাঠাগার, আইউব আলী মেম্বার স্মৃতি পাঠাগার এর সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সংসদ সদস্য বলেন, আমি জনগণের জন্য আছি সবসময়, আমার দরজা সবার জন্য উন্মুক্ত। যেকোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে চলে আসবেন, সাধ্যমতো সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন এনপিএস ও পাঠাগারের উপদেষ্টা ও চন্দ্রগন্জ থানা আওয়ামী লীগ এর সহ -সভাপতি এম ছাবির আহমেদ, মোঃ শাহজাহান কামাল, সহ – সভাপতি চন্দগন্জ থানা আওয়ামী লীগ, জনাব আবুল কাশেম সাধারণ সম্পাদক চন্দ্রগন্জ থানা আওয়ামী লীগ, সার্ভেয়ার মহব্বত আলী, সভাপতি এনপিএস চন্দ্রগন্জ থানা কমিটি ও সাধারণ সম্পাদক আইউব আলী মেম্বার স্মৃতি পাঠাগার, সাধারণ সম্পাদক জেলা আমিন সমিতি, ইয়াকুব আলী সহ সম্পাদক এনপিএস, সাংবাদিক মনির হোসেন প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃইসমত দ্দোহা, সভাপতি গোফরান স্মৃতি পাঠাগার, রাকিব হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সদস্য হৃদয় ও রিপন।

Leave a Reply