লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
১৭ জুন, ২০১৫
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে মঙ্গলবার রাতে মফিজ উল্লাহ (৫৫) নামে এক মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মফিজ উল্লাহ বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাইশপুরের মৃত আবদুল আজিজের ছেলে। এ ঘটনার জন্য বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীকে দায়ী করেছেন আওয়ামীলীগ নেতারা।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে আওয়ামী লীগ নেতা মফিজ উল্লাহ বাড়ির পাশের মসজিদে এশার নামাজ আদায় করে ঘরে ফিরছিলেন। এসময় কয়েক সন্ত্রাসী তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন এ হত্যাকান্ডের জন্য সন্ত্রাসী লাদেন মাছুমকে দায়ী করে জানান, লাদেন মাছুমের হুমকিতে তিনি দীর্ঘদিন ঢাকা ছিলেন। মসজিদ থেকে নামাজ পড়ে ঘরে ফেরার পথে পরিকল্পিতভাবে ওই বাহিনীর সন্ত্রাসীরাই তাকে হত্যা করছে বলে তিনি ধারণা করছেন।
বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, নিহতের গলা ও শরীরে কোপের একাধিক চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।