র‌্যাবের নির্যাতনে মাদক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

10/10/2013 8:24 pmViews: 10

খোকন আহম্মেদ হীরা,বরিশাল: র‌্যাবের নির্যাতনে রুবেল ফকির নামের এক মাদক ব্যবসায়ী মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রুবেলের লাশ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের তার মামার বাড়িতে দাফন করা হয়েছে।
রুবেলের স্ত্রী ও এক সন্তানের জননী রুবিনা বেগম অভিযোগ করেন, র‌্যাব-৮ এর সদস্যরা তার স্বামীকে অমানুষিক নির্যাতন করেছে। এতে রুবেল গুরুতর অসুস্থ্য হয়ে পরলে গত ২৭ সেপ্টেম্বর দুপুরে তাকে (রুবেলকে) পুলিশ পাহারায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৮ অক্টোবর রাতে রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় রুবেল মারা যায়। লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের মামা খোকন খানের বাড়িতে রুবেলের লাশ দাফন করা হয়।
মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদস্যরা বার্থী গ্রামের ফেন্সিসম্রাট কাদের লস্করের বাড়িতে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ বিক্রেতা রুবেল ফকিরকে (২৮) গ্রেফতার করে। রুবেল কালকিনি উপজেলার চরসাহেবরামপুর গ্রামের আবদুল আজিজ ফকিরের পুত্র। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর সকালে র‌্যাব-৮ এর এস.আই আকতার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত মাদক বিক্রেতা রুবেল ফকির ও ফেন্সিসম্রাট কাদের লস্করসহ চারজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।
র‌্যাবের নির্যাতনে মাদক ব্যবসায়ী রুবেল ফকিরের মৃত্যুর অভিযোগ অস্বীকার করে মামলার বাদি র‌্যাব-৮ এর এস.আই আকতার হোসেন জানান, রুবেল দীর্ঘদিন থেকে কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো।

Leave a Reply