রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে নওগাঁ শিল্প ও বণিক সমিতির উদ্যেগে বাজার ব্যবসা নিরাপত্তায় সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তাদেরকে আমরা চিকিত্সা দিয়ে মানবিক সহযোগিতা দিয়েছে। এছাড়া বিজিবি এবং মায়ানমার বর্ডার গার্ডের সঙ্গে আলাপ আলোচনা করে যে কোন সময় তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি আছে। এছাড়া মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে, সবাই যেন প্রচেষ্টা নেয় এবং এ ধরনের নিপীড়ন না হয়। ইতোমধ্যে হাফ মিলিয়ন রোহিঙ্গা আমাদের দেশে রয়ে গেছে। আরো রোহিঙ্গা প্রবেশ করলে দেশে একটা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হবে।
তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক অত্যাচার হচ্ছে। সেজন্য তারা নিপীড়ন সহ্য করতে না পেরে বাংলাদেশে প্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের বিজিবি ও কোস্টগার্ড তাদের প্রচেষ্টাকে নিবৃত্ত করছে। তারপর আমাদের বিশাল একটা বর্ডার লাইন আছে যেখানে এখনো কয়েকটি জায়গায় বিজিবির চৌকি নেই। কাজেই কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে এ সময় জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফার সেলিম এমপি, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হক, চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।