রোহিঙ্গাদের প্রায় ১২’শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ

21/11/2016 9:04 pmViews: 5
রোহিঙ্গাদের প্রায় ১২’শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ
 
রোহিঙ্গাদের প্রায় ১২’শ ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে: এইচআরডব্লিউ
গত ছয় সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রায় ১২০০ ঘরবাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে সোমবার এ দাবি করেছে সংস্থাটি।
এইচআরডব্লিউ বলেছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত পাঁচ গ্রামের ৮২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। আর সব মিলিয়ে ১ হাজার ২৫০টি বাড়িঘর ধ্বংসের চিত্র পাওয়া গেছে।
গত কিছুদিন ধরে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী নিপীড়ন চালাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এতে প্রায় ১০০ রোহিঙ্গা মুসলিম ইতোমধ্যেই নিহত হয়েছে।

Leave a Reply