রোববার থেকে গ্রামীণফোনের পরীক্ষামূলক থ্রিজি

28/09/2013 8:14 pmViews: 6

image_56139মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবা চালু করছে রোববার থেকে। তবে গ্রাহকের কাছে থ্রিজি সেবা পৌঁছতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে গ্রামীণফোন। তবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই থ্রিজি সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে রাজধানীর বারিধারা ও গুলশান এলাকায় এ সেবা পাওয়া যাবে। তার সঙ্গে যুক্ত হবে চট্টগ্রামের একাধিক এলাকা। ডিসেম্বরের মধ্যে দেশের সবগুলো বিভাগীয় শহর এ সেবার আওতায় আসবে।

জানা গেছে, রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এ সেবা উদ্বোধন করবেন। গ্রামীণফোনের প্রধান শেয়ারহোল্ডার টেলিনরের প্রেসিডেন্ট বাকসাসও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার সকালে রবি আজিয়াটার থ্রিজি সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

এছাড়া দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকও পরীক্ষামূলকভাবে থ্রিজি প্রযুক্তি চালু করেছে। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে থ্রিজি পরীক্ষামূলক যাত্রার এ ঘোষণা দেয়া হয়।

এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে গ্রামীণফোন। অন্যদিকে তিন প্রতিযোগী বাংলালিংক, রবি ও এয়ারটেল কিনেছে ৫ মেগাহার্টজ করে। তাই অন্যদের তুলনায় গ্রামীণফোনই বেশি সেবা দেবে বলে দাবি প্রতিষ্ঠানটির। তবে অন্য তিন প্রতিষ্ঠানের দাবি গ্রাহক সংখ্যা বিবেচনায় ৫ মেগাহার্টজ তরঙ্গই যথেষ্ট।

Leave a Reply