রোববার উপজেলা নির্বাচনের তফসিল

16/01/2014 9:43 pmViews: 4
রোববার উপজেলা নির্বাচনের তফসিল
ঢাকা : রোববার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের মনোয়ন ফরম তৈরির জন্য বিজি প্রেসে নির্দেশনা পাঠিয়েছে কমিশন।বৃহস্পতিবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, অনেকগুলো উপজেলার মেয়াদ শেষ গেছে। যেহেতু মেয়াদোত্তীর্ণ উপজেলাগুলোর নির্বাচন করতে হবে তাই পর্যায়ক্রমে এ নির্বাচনগুলো করা হবে।

দেশের ৪৮৭টির মধ্যে প্রায় অর্ধশতাধিক উপজেলার মেয়াদ শেষ হয়েছে। চলতি মাসে আরো অর্ধ শতাধিক উপজেলার মেয়াদ শেষ হবে। অনেকগুলো উপজেলার উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে জাতীয় নির্বাচনের কারণে।

কমিশন সূত্র জানায়, রোববার প্রাথমিকভাবে ১১৩ টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে মেয়াদ শেষ হওয়া পৌরসভা ও ইউপি নির্বাচন করার প্রস্তুতি রয়েছে ইসির। ৪৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পর্যায়ক্রমে ভোটগ্রহণের টার্গেট নিয়ে এগুচ্ছে ইসি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই এ নির্বাচন সংক্রান্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি সংসদ নির্বাচনে হালনাগাদকৃত ভোটার তালিকা দিয়েই এ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। চলতি মাসেই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। এ নির্বাচনে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৪৮৯ কোটি টাকা।

Leave a Reply