রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত এসপানিওল

13/09/2015 1:37 pmViews: 8
রোনালদোর পাঁচ গোলে বিধ্বস্ত এসপানিওল

 

ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫ গোলে লা লিগায় এসপানিওলকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। শনিবার নিজেদের মাঠে রিয়ালের কাছে ৬-০ গোলে হেরেছে এসপানিওল। রিয়ালের হয়ে বাকি গোলটি করেন ফ্রান্সের তারকা খেলোয়াড় করিম বেনজেমা।

খেলা শুরুর ৭ মিনিটের মাথায় সিআরসেভেনের গোলে এগিয়ে যায় রিয়াল। ২০ মিনিটের মধ্যে হ্যাট্টিক করেন পর্তুগিজ অধিনায়ক। ২৮ মিনিটে তার বাড়িয়ে দেয়া বলে গোল করেন করিম বেনজেমা। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় এ স্প্যানিশ জায়ান্টরা।

বিরতির পর ৬১ মিনিটে গ্যারেথ বেলের সহায়তায় নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোল করেন রোনালদো। ৮১ মিনিটে লুকাস ভাসকুয়েজের কল্যাণে করেন নিজের ৫ম গোল। তবে ৮৪ মিনিটে আরো একটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

Leave a Reply