রোগীকে যৌন হয়রানি : স্টাফ নার্স সাইফুল গ্রেফতার
রোগীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ইউনাইটেড হাসপাতালের সেই স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এক নারী রোগীকে যৌন নিপীড়নের চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ৩০ নভেম্বর এ ঘটনার দুই দিন পর তা জানাজানি হয়।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ব্রাদার (স্টাফ নার্স) সাইফুল ইসলামকে চাকরিচ্যুত করে। এরপর থেকে সে পলাতক ছিল।
জানা গেছে, ওই নারী রোগী ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় অপারেশন হওয়ায় তিনি অজ্ঞান ছিলেন। এ সুযোগে হাসপাতালের ব্রাদার সাইফুল ইসলাম তাকে যৌন নিপীড়ন করেন।
ওই রোগী সাংবাদিকদের বলেন, তিনি অজ্ঞান ছিলেন। হঠাৎ জ্ঞান ফিরে দেখেন, তার বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় একটি হাত বুলাচ্ছে। একই সঙ্গে তার শরীরের কাপড় (চাদর) সরাচ্ছে। তিনি তাকিয়ে দেখেন ওই হাত একটা ছেলের। তিনি ওই ছেলের মাধ্যমে নার্সদের ডাকার চেষ্টা করেন। প্রায় আধা ঘণ্টা পর নার্স আসেন। নার্স এসে তাকে (নারী) ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তার স্বামীকে না জানাতে অনুরোধ করেন। একপর্যায়ে ওই নারী স্বামীর সঙ্গে দেখা করতে চাইলেও তাকে দেখা করতে দেয়া হয়নি।
যৌন নিপীড়নের শিকার ওই নারীর স্বামী বলেন, প্রায় ১৬ ঘণ্টা পর তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন।
প্রসঙ্গত, এ ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দেয়ার পর সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়।এরপর তাকে গ্রেফতরে করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন।কিন্তু ওই সময়ের মধ্যে সাইফুলকে গ্রেফতার করতে না পারায় পুলিশ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।