রেল স্ট্রেশনে মিসাইল হামলার জন্য ইউক্রেনের নিন্দা জানিয়েছে রাশিয়া।
এদিকে ওই হামলায় অন্তত ৫২ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। রাশিয়া ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা।
তবে রাশিয়া বলছে, ওই এলাকায় তাদের হামলার কোনো পরিকল্পনাই ছিল না। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছে মস্কো। একইসঙ্গে পশ্চিমাদেরকে ইউক্রেনে অস্ত্র পাঠানো থামানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। ওই বিবৃতিতে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধে ইউক্রেনকে অনুরোধ জানানো হয়েছে।
ক্রামাটরস্ক ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের উত্তরাংশের একটি শহর। এটিকে নিজের অংশ বলে দাবি করে দনেৎস্ক রিপাবলিক। যদিও রাশিয়া ছাড়া কেউ তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। বিদ্রোহীরা ওই অঞ্চলের বিশাল এলাকা দখলে নিলেও ক্রামাটরস্ক সবসময় ইউক্রেনের নিয়ন্ত্রণে ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই স্টেশনে যে টচকা-ইউ ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তা ইউক্রেনের সেনারাই ব্যবহার করছে। যেখান থেকে মিসাইলটি ছোড়া হয়েছে তাও চিহ্নিত করেছে রাশিয়া। এটি ইউক্রেনের দোবরোপোল থেকে ছোড়া হয়েছে যা ইউক্রেনের সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বর’ বলে আখ্যা দিয়ে বলেছে, এই হামলা প্রমাণ করে ডনবাসের সাধারণ মানুষকে রক্ষায় রাশিয়ার অভিযান সঠিক ছিল। এই হত্যাকা-ের জন্য কিয়েভ কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি হতে হবে।
হামলার পরপরই ইউক্রেনের কিছু কর্মকর্তা দাবি করেছিলেন যে, রাশিয়ার ইস্কান্দার মিসাইল স্টেশনে আঘাত হেনেছে। পরে সেখান থেকে পাওয়া ছবিতে দেখা যায় হামলা হওয়া মিসাইলটি টচকা-ইউ মডেলের।