‘রেড অ্যালার্ট নাথিং, এটি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা নোটিসকে ‘নাথিং’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। অন্যদিকে, সালাহউদ্দিনকে নিয়ে ‘সংকীর্ণ রাজনীতি’ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলে বিএনপির ওই দুই কেন্দ্রীয় নেতা।
মোহাম্মদ শাহজাহান বলেন, নিখোঁজ সালাহ উদ্দিনের সন্ধান পেয়ে আমরা খুশি হয়েছি। কিন্তু এখন তাকে নিয়ে যেসব নিষ্ঠুর কথাবার্তা হচ্ছে, তা দুঃখজনক।
তিনি আরও বলেন, আমরা সরকারকে বলতে চাই- সালাহউদ্দিনকে নিয়ে কোনো নিষ্ঠুর ও নির্দয় মন্তব্য না করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে যথাযথ ব্যবস্থা ও সহায়তা করুন। এ বিষয়ে সরকার মানবিক আচরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি।
অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমে সালাহউদ্দিনকে গ্রেফতারে ইন্টারপোলের ঢাকা অফিস থেকে ‘রেড নোটিস’ জারি প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ইন্টারপোলের রেড নোটিস- এটা নাথিং। তিনি বলেন, ইন্টারপোল হচ্ছে সারাবিশ্বের পুলিশদের একটি সংগঠন। যে নোটিসটি দেওয়া হয়েছে, সেখানে সালাহউদ্দিন সম্পর্কে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়েছে। এর ভিন্ন কিছুই নয়।
উল্লেখ্য, দুই মাস নিখোঁজ থাকার পর গত সোমবার ভারতের শিলংয়ে পাগলের মতো ঘোরাঘুরির সময় পাসপোর্ট-ভিসাহীন অবস্থায় পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি শিলংয়ের সিভিল হাসপাতালে কড়া পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।