রেজিস্ট্রেশনবিহীন সব সিমকার্ড বন্ধের নির্দেশ হাইকোর্টের
ঢাকা, ১ এপ্রিল : রেজিস্ট্রেশনবিহীন সব সিমকার্ড অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশে পাশাপাশি নিবন্ধন ছাড়া সিমকার্ড বিক্রিতে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ওই রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ফোন লিমিটেড, ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, অজিয়াটা বাংলাদেশ লিমিটেড, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।