রেকর্ড গড়লেন বিয়োন্সি
সর্বাধিক বিক্রীত অ্যালবামের রেকর্ড গড়লেন মার্কিন পপতারকা বিয়োন্সি নোলস। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সবচেয়ে বিক্রীত অ্যালবামের মালিক হলেন। অ্যালবাম প্রকাশের মাত্র তিনদিনে ৮ লাখ ২৮ হাজার ৭৪৩ কপি বিক্রি হয়েছে।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, ৩২ বছর বয়সী এ গায়িকার ‘বিয়োন্সি’ নামের এ অ্যালবামটি এখন বিলবোর্ডের শীর্ষ স্থানে অবস্থান করছে। এর আগে ২০০৬ সালে ‘বি’-ডে শিরোনামের প্রকাশিত অ্যালবামটি ৫ লাখ ৪১ হাজার কপি বিক্রি হয়েছিল। এবার মাত্র তিনদিনেই সেই রেকর্ড ভেঙে ফেলেছেন বিয়োন্সি নিজেই। তার চতুর্থ নতুন অ্যালবামটি বাজারে আসার পরই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ প্রসঙ্গে বিয়োন্সি নোলস এক টুইটার বার্তায় লিখেছেন, ‘শ্রোতাদের আমার নতুন অ্যালবামটি ভালো লেগেছে বলে আমি আনন্দিত। পর পর দুবার সর্বাধিক বিক্রীত অ্যালবামের গায়িকা হতে পেরে আমি ভীষণ খুশি। এটি আমাকে আরো ভালো গান করার অনুপ্রেরণা জোগাবে।’ বর্তমানে বিয়োন্সি নোলস দেশ-বিদেশের একাধিক স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন।