রেকর্ডের আরেকটি পাতায় ‘চিরস্থায়ী’ হয়ে গেলো মেসির নাম
বার্সেলোনার হয়ে লিওনেল মেসির নামটা চিরস্থায়ী। ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার তিনি। কাতালান জায়ান্টদের জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এসবের বেশ কয়েকটি ভাঙা প্রায় অসম্ভব। রোববার সোসিয়েদাদের বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে আরেকটি রেকর্ডের পাতায় নিজের নামটা চিরস্থায়ী করে নিলেন মেসি। সব প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটা এককভাবে নিজের করে নিয়েছেন তিনি।
গোলবন্যার ম্যাচে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের (৬৬) সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা (৬২)। সব প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ অপরাজিত রোনাল্ড কোম্যানের দল।
দারুণ মাইলফলক স্পর্শের দিনটা জোড়া গোল ও এক অ্যাসিস্টে স্মরণীয় করে রেখেছেন মেসি। বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজের রেকর্ডে মেসি ভাগ বসিয়েছিলেন গত ১৬ই মার্চ।
বার্সেলোনার জার্সিতে মেসি ৭৬৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন সোসিয়েদাদের মাঠে। মেসির এই ৭৬৮ ম্যাচের খেরোখাতায় রেকর্ড ৫৩৭ জয় পেয়েছেন মেসি। ১৪০ ড্র ও ৯১ হার। ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত ১৮ বছরের ক্যারিয়ারে জাভি বার্সার হয়ে খেলেন ৭৬৭ ম্যাচ। ২০০৩ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক মেসির। ১৬ বছর বয়সে এফসির পোর্তোর বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার সিনিয়র দলে মাঠে নামেন।
বার্সেলোনার হয়ে মেসি এমন কিছু রেকর্ড গড়েছেন যা ভাঙা বেশ কঠিন। বার্সার হয়ে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও মেসির। চলতি মৌসুমেই জাভির ৫০৫ ম্যাচের রেকর্ড পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েন মেসি (৫১১)। এই ৭৬৮ ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নস লীগে তিনি খেলেছেন ১৪৯ ম্যাচ, কোপা ডেল রে’তে খেলেছেন ৭৯ ম্যাচ, স্প্যানিশ সুপার কাপে ২০ ম্যাচ, ফিফা ক্লাব বিশ্বকাপে ৫ ম্যাচ ও ৪ ম্যাচ খেলেছেন ইউরোপিয়ান সুপার কাপে। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডও আর্জেন্টাইন সুপারস্টারের। ৬৬১ গোল করেছেন তিনি। ৪২৯ গোল করে দ্বিতীয় স্থানে স্পেনের হয়ে ১৯৫০ বিশ্বকাপ খেলা সিজার রদিগেজ। ক্লাবটির হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট (২৯০), সর্বোচ্চ হ্যাটট্রিক (৪৮) ও সবচেয়ে বেশি ট্রফিও (৩৪) জিতেছেন মেসি।
২০২১ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি (২৩) গোলে অবদান লিওনেল মেসির। ১৬ গোলের পাশাপাশি ৭ অ্যাসিস্ট বার্সা অধিনায়কের। চলমান লা লিগার সর্বোচ্চ গোলদাতাও মেসি (২৩ গোল)।