রুস্তম হত্যাকান্ড ২৯ এপ্রিল পর্যন্ত রাবি ধর্মঘট স্থগিত
রাজশাহী, ৮ এপ্রিল : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার প্রতিবাদে ডাকা ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। কিছু শর্তসাপেক্ষে এ ধর্মঘট স্থগিত করেছে ছাত্রলীগ।
মঙ্গবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যেফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল তুহিন।
সংবাদ সম্মেলনে তৌহিদ আল তুহিন বলেন, প্রশাসনের কাছ হতে রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতার ও ছয় দফা দাবী মেনে নেওয়ার আশ্বাসে আমরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই ধর্মঘট প্রত্যাহার করেছি।
ছাত্রলীগের ছয় দফা দাবি গুলো হলো- নিহত ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের হত্যাকরীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ পরিবারের সদস্যদের পূনর্বাসন নিশ্চিত করা, ফারুকসহ বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রশিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার, বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরসহ সকল মৌলবাদী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা, সকল ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে রাকসু ও অন্যান্য বিভাগীয় সমিতির নির্বাচনের ব্যবস্থা করা।