রুশনারা আলীর ‘হ্যাটট্রিক’ যুক্তরাজ্যের নির্বাচনে ৩ বাংলাদেশির জয়

09/06/2017 3:05 pmViews: 8
রুশনারা আলীর ‘হ্যাটট্রিক’
যুক্তরাজ্যের নির্বাচনে ৩ বাংলাদেশির জয়

যুক্তরাজ্যের নির্বাচনে ৩ বাংলাদেশি রুশনারা আলী, রুপা হক ও টিউলিপ সিদ্দিক জয় পেয়েছেন।

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। বেথনাল অ্যান্ড গ্রীন বো আসনের প্রার্থী ছিলেন তিনি।

এ নির্বাচনে রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ফের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা দ্বিতীয় মেয়াদে এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।

বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে ফের নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার ভাগনি শেখ রেহেনার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে লেবার প্রার্থী টিউলিপ সিদ্দীক ১৫ হাজার ৯৬ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হলেন।

Leave a Reply