রিয়াল ছেড়ে আমেরিকার ক্লাবে খেলবেন রোনালদো

07/11/2015 2:38 pmViews: 8
রিয়াল ছেড়ে আমেরিকার ক্লাবে খেলবেন রোনালদো

 

রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একবছরের জন্য তিনি আমেরিকায় খেলার চিন্তাভাবনাও করেছেন বলে জানা গেছে। তিনি বলেন, আমি পৃথিবীর যেকোনো দেশে যেকোনো ক্লাবে খেলতে রাজি আছি।

রোনালদোর এজেন্ট জর্জ মেনডেজ জানান, বার্নাবুতে রোনালদো আর খেলবে না এটা নিশ্চিত।

ত্রিশ বছর বয়সী এ পর্তুগীজ অধিনায়ক জানান, আমি এক বছর আমেরিকায় খেলতে চাই। যেখানে ডেভিড বেকহাম, ল্যাম্পার্ড, পিরলে, থিওরি হেনরির মতো খেলোয়াড়রা গত একবছরে নাম লিখিয়েছেন।

তিনি বলেন, আমি সর্বদা বলে এসেছি, আমি একবছরের জন্য হলেও আমেরিকায় খেলবো। আমার সেখানে খেলার সম্ভাবনা রয়েছে।

এদিক প্যারিস সেন্ট জার্মেই এবং রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার কথা হয়েছে বলে জানা গেছে। সেখানেও নাম লেখাতে পারেন এ রিয়াল সুপারস্টার।

২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়ালে নাম লেখান সিআর সেভেন।  তখন তিনি বলেছিলেন, আমি আজকের এই রোনালদো হয়েছি আমার ম্যানইউ টিমমেটদের কারণে। স্যার আলেক্স ফার্গুসনের কথাও স্বীকার করেন তিনি। তারাই তাকে সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমার সেখানে কিছু অবিশ্বাস্য স্মৃতি রয়েছে। সেখানে ছেলের সাথে একজন বাবা যেমন আচরন করতো। আমার সাথে তেমন আচরণ করা হতো।

Leave a Reply