রিয়ালের নতুন কোচ জিদান

মাত্র সাত মাসের মধ্যে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হলেন রাফা বেনিতেজ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন, রিয়ালের বি দলের কোচ ও কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদান।
গতকাল সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে আগে থেকে বলা থাকে কোনো প্রশ্ন গ্রহণ করা হবে না। রিয়াল মাদ্রিদ সভাপতি কার্লো আনচেলত্তি খুব সংক্ষিপ্তভাবে রাফা বেনিতেজকে বরখাস্ত করার কথা জানান এবং অন্তবর্তীকালীন কোচ হিসেবে জিনেদিন জিদানের নিয়োগের কথা জানানো হয়। তিনি বলেন, রিয়াল বোর্ড একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা আমার জন্য বিশেষ করে কঠিন ছিল। রাফা বেনিতেজের সঙ্গে চুক্তি স্থগিত করা যিনি একজন দারুণ পেশাদার এবং অসাধারণ মানুষ। আমি তার অবদানের জন্য তাকে ধন্যবাদ দিতে চাই।
পেরেজ বেনিতেজকে বরখাস্ত করার পাশাপাশি জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি আরো ঘোষণা করতে চাই যে জিনেদিন জিদান আমাদের নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জানেন এই স্কোয়াডের অংশ হওয়ার মানে কী এবং রিয়াল মাদ্রিদের কোচের কাজটি কত জটিল। জিদানকে কোচ হিসেবে পেয়ে আমরা অনেক খুশি কারণ আমরা জানি তোমার অভিধানে অসম্ভব শব্দটি নেই। এএস স্পোর্টস।