“রিয়াজের ওপর হামলা বিএনপির নতুন খেলা: হাছান মাহমুদ”

14/01/2015 4:55 pmViews: 6

রিয়াজের ওপর হামলা বিএনপির নতুন খেলা: হাছান মাহমুদঢাকা : রিয়াজের ওপর হামলা বিএনপির নতুন খেলা বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর বিএনপি নেতাকর্মীরাই হামলা চালিয়েছে। তারা আজ নতুন খেলায় মেতে উঠেছে। দেশের সাধারণ মানুষ যখন তাদের আন্দোলনে সাড়া দেয়নি তখন তারা নিজেদের নেতার উপর নিজেরাই হামলা করেছে

বুধবার দুপুরে  জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিএনপির  ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, যারা কংগ্রেসম্যানের স্বাক্ষর এবং বিজেপির সভাপতি অমিত শাহের ফোন করার ব্যাপারে দেশের সাধারণ মানুষের কাছে মিথ্যা প্রচার করতে পারে তাদের পক্ষে সবই করা সম্ভব।

তিনি আরো বলেন,  বিএনপি জামায়াতের চোরাগুপ্তা হামলার শিকার হয়ে এই পর্যন্ত ২০ জন মানুষ মারা গেছেন এবং শতশত লোক আহত হয়েছেন।

তিনি বলেন, আমরা দেখেছি  পাকিস্তানের বিরোধীদলের নেতা  ইমরান খান আন্দোলনে হতাশ হয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এখন আমরা তাকিয়ে আছি বেগম খালেদা জিয়ার দিকে তিনি আন্দোলনে ব্যর্থ হয়ে  কী করেন?

হাছান মাহমুদ বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী সে দিন  বক্তব্য দেয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন পুরোটাই নাকি পাগলের প্রলাপ। আমি তাকে বলতে চাই, রাস্তায় যে সব পাগল কাপড় ছাড়া ঘুরে বেড়ায় তারা ভাবে সে ছাড়া সবাই পাগল । রিজভী  পাগল  তার নেত্রীও পাগল।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

– See more at: http://www.sheershanews.com/2015/01/14/65025#sthash.AWVNNuy9.dpuf

Leave a Reply