রিভিউ আবেদন করা হবে : মুজাহিদের আইনজীবী
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজাহিদের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যান অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম। সেখানেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের নির্দেশ দেন মুজাহিদ। কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, আশা করা হচ্ছে রিভিউয়ে তিনি (মুজাহিদ) নির্দোষ প্রমাণিত হবেন।
গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর রিভিউ আবেদন করবেন কি না জিজ্ঞেস করা হলে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান।
এর আগে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি চান। আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন।
গত ১৬ জুন মুজাহিদ এবং ২৯ জুলাই বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর এ দুজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেয়া হয়।