রিভিউতে মুজাহিদ খালাস পাবেন

17/11/2015 4:10 pmViews: 5
রিভিউতে মুজাহিদ খালাস পাবেন

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যে অভিযোগে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা আইনানুগ হয়নি। আপিল বিভাগ আগামীকাল রিভিউয়ের রায়ের দিন ধার্য করেছেন। এই রায়ে মুজাহিদ খালাস পাবেন বলে আশা করছি।

মঙ্গলবার মুজাহিদের রিভিউ শুনানি শেষে সমিতির নিজ কার্যালয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, রিভিউ’র শুনানিতে আমরা নতুন তিনটি যুক্তি উপস্থাপন করে মুজাহিদের খালাস চেয়েছি।

তিনি বলেন, মুজাহিদের বিরুদ্ধে সুর্দিষ্ট অভিযোগ নেই। বুদ্ধিজীবী হত্যার বিষয়ে ৪২টি মামলা হয়েছে। যেখানে মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

খন্দকার মাহবুব বলেন, জেনারেল নিয়াজীর সাক্ষাৎকার নিয়ে অধ্যাপক মুনতাসির মামুনের প্রকাশিত বইয়ে বলা হয়েছে আলবদর সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডে ছিল। সেখানে সাধারণ নাগরিকের অন্তর্ভূক্ত ছিল না। জেনারেল নিয়াজী পাকিস্তানী বাহিনীকে নিয়ন্ত্রণ করতো।

তিনি বলেন, আপিল বিভাগ আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন। আগামীকাল রিভিউ’র রায়ের দিন ধার্য করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি এতে মুজাহিদ খালাস পাবেন।

Leave a Reply