ফরিদুর রেজা সাগরের বাড়ি সিরিজের এবারের নাটক ‘বাড়ির নাম স্বাধীনতা’

16/12/2015 12:08 pmViews: 16

ফরিদুর রেজা সাগরের বাড়ি সিরিজের এবারের নাটক ‘বাড়ির নাম স্বাধীনতা’

 

‘বাড়ির নাম স্বাধীনতা’ নাটকের একটি দৃশ্য

 

 

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের কাহিনী নিয়ে দশম নাটক নির্মিত হয়েছে। বাড়ির নাম স্বাধীনতা নামের এ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটি প্রচার হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ, শম্পা রেজা, আল মনসুর, ইরফান সাজ্জাদ, সামিয়া সাঈদ ও মিথিলা। নাটকের গল্পে দেখা যাবে- আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ আর শম্পা রেজা এরা তিন ভাইবোন। তিনজন থাকেন তিন দেশ অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে। এ সময় সবাই দেশে আসেন তাদের বাবার এক ঐতিহাসিক বাড়ি বিক্রি করার জন্য। যে বাড়িতে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল। এরপর বাড়ি ভেঙে বহুতল ভবন তৈরির পরিকল্পনা নেয়া হলো। ক্রেতার দালালি করতে আসেন আল মনসুর। সবকিছু যখন ঠিকঠাক, পাশের স্কুলের কতগুলো শিশু আসে বাড়িটা শেষবারের মতো দেখতে। তারপর কাহিনী মোড় নেয় নতুন দিকে।

Leave a Reply