রিজভী-পাপিয়ার জামিন বহাল

17/08/2015 4:50 pmViews: 7
রিজভী-পাপিয়ার জামিন বহাল

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেত্রী আসিফা আশরাফী পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। চলতি বছরের ১৯ জানুয়ারি রিজভীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ দুই মামলায় ৭ জুলাই হাইকোর্ট তাকে জামিন দেন।

এদিকে ৩ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ পাপিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এ তিন মামলায় পাপিয়াকে গত মাসে জামিন দেন হাইকোর্ট।

দুই জনের জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে জামিন বহাল রাখেন।

Leave a Reply