রিজভী-দুদুর জামিন আপিলে বহাল

06/08/2015 4:08 pmViews: 6
রিজভী-দুদুর জামিন আপিলে বহাল


বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও শামসুজ্জামান দুদুকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের এ আদেশ বহাল রাখেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রিজভী ও দুদুকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন সরকার পক্ষের আইনজীবীরা।

এদিন আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এদিকে নাশকতার চারটি মামলায় আপিলে জামিন বহাল থাকায় দুদুর মুক্তিতে বাধা নেই। অপরদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাইকোর্টের দেয়া নাশকতার পাঁচ মামলায় জামিন বহাল রাখলেও তার মুক্তি এখনো হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে সগির হোসেন লিয়ন বলেন, রিজভী সাহেবের আট মামলার মধ্যে পাঁচটিতে জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একটিতে স্থগিতাদেশ ও দুটিতে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। আর শামসুজ্জামান দুদুর চারটি মামলায় জামিন বহাল থাকায় তার মুক্তিতে বাধা নেই।

এর আগে ৭ জুলাই হাইকোর্ট পৃথক জামিন আবেদনের শুনানি শেষে রুহুল কবির রিজভীকে আটটি মামলায় এবং শামসুজ্জামান দুদুকে চারটি মামলায় অন্তর্র্বতীকালীন জামিন দেন।

পরে রুহুল কবির রিজভীর আট মামলা ও শামসুজ্জামান দুদুর চার মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার রিজভীর আটটি মামলার মধ্যে পল্টন, মোহাম্মদপুর ও বাড্ডা থানার পাঁচটি মামলায় জামিন বহাল রাখা হয়।

এছাড়া খিলগাঁও থানার একটি মামলা স্থগিত করা হয়। পল্টন থানার অপর দুটি মামলার শুনানির জন্য ৯ ও ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়।

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে ও ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদু গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply