রিজভী আমান শফিউলদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৭ সেপ্টেম্বর
০৫ আগস্ট, ২০১৫
অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুক ও জোট নেতা শফিউল আলম প্রধানসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।
কারাগারে আটক রিজভীকে আদালতে হাজির না করায় তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখ ছিল।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৪ মার্চ পল্টন থানার এসআই মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ২৫ আগস্ট বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৪৭ নেতাকর্মী।