রিজভীর জামিন আপিলে বহাল
মতিঝিল থানায় নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ রিজভীর ছয় মাসের জামিন মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
গত ৩০ আগস্ট এই দুই মামলায় হাইকোর্ট রিজভীকে জামিন দেন।
গত ১৯ আগস্ট চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দেন হাইকোর্ট। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২-এ কারাবন্দী রয়েছেন।