রিজভীকে হাসপাতালে ভর্তির নির্দেশ

19/08/2015 6:27 pmViews: 6
রিজভীকে হাসপাতালে ভর্তির নির্দেশ

 

উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রুহুল কবির রিজভী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।

গত ৩০ জানুয়ারি রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব।

Leave a Reply