রিজভীকে দেখতে গেলেন খালেদা, গাড়িবহর থেকে টুকু আটক
প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহর থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে।
সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অবরুদ্ধ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যান খালেদা জিয়া।
অসুস্থ রিজভীকে দেখে ফেরার সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এক পর্যায়ে পুলিশের এডিসি মেহেদী হাসান বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল (অব.) আবদুল মজিদ ও সিএসএফ সদস্য এনাম আহমেদের জামার কলার ধরে এবং গাড়ির চালকের মাথায় পিস্তল ঠেকায়। গাড়ি টান দিলেই গুলি করার হুমকি দেয়া হয়। এ সময় গাড়িবহরে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ির কাচ ভেঙে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া নয়পল্টন এলাকা ত্যাগ করেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েক নেতা ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত টুকুকে ছাড়েনি পুলিশ।
এ বিষয়ে এডিসি মেহেদী হাসান সাংবাদিকদের জানান, পুলিশের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। তারা কারো গাড়ি আটকায়নি। খালেদা জিয়ার গাড়িবহর তারা যখন সাজিয়ে দিচ্ছিলেন ওই সময় টুকুকে বহনকারী সিএসএফের গাড়ি পুলিশের এক সদস্যকে চাপা দিলে তারা তাকে আটক করেন। এ সময় ধস্তাধস্তিতে এডিসি মেহেদীর হাত কেটে যায়। মেহেদী জানান, জিজ্ঞাসাবাদের জন্য তারা টুকুকে আটক করেছেন।