রিংটোনে জাতীয় সংগীত আপিলেও নিষিদ্ধ
জাতীয় সংগীতকে (আমার সোনার বাংলা) বাণিজ্যিকভাবে মোবাইল ফোনের রিংটোন হিসেবে ব্যবহার না করতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের করা আপিল নিষ্পত্তি করে ৩০ লাখ টাকা মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে দিতে বলেছে আদালত।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ বলেন, ১৯৭৮ সালের জাতীয় সংগীত রুলস ও বাংলাদেশ ন্যাশনাল এনথেম অ্যাক্ট (সংশোধিত) ২০১০ অনুযায়ী, জাতীয় সংগীতকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। কেন না জাতীয় সংগীত একটি গাম্ভীর্যপূর্ণ বিষয়। এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত বাণিজ্যিক বিষয় নয়। এটি দেশের সম্পদ। তাই এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করাটা অবৈধ।মামলার বিবরণ সূত্রে জানা যায়, জাতীয় সংগীতকে রিংটোন হিসেবে ব্যবহার না করতে ২০০৬ সালের ১১ ডিসেম্বর হাইকোর্টের আইনজীবী কালীপদ মৃধা হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে রিংটোন হিসেবে জাতীয় সংগীত ব্যবহার করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুলও জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৫ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে জাতীয় সংগীতকে রিংটোন হিসেবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে গ্রামীণফোন, রবি (একটেল), বাংলালিংক কোম্পানির প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করেন। এ টাকাগুলো গ্রামীণফোনকে লিভার ইনস্টিটিউট হাসপাতাল, বাংলালিংককে জাতীয় কিডনি হাসপাতাল এবং রবিকে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে দাতব্য অর্থ হিসেবে দিতে বলেন। এ রায়ের বিরুদ্ধে গ্রামীণফোন ও বাংলালিংক আপিল দায়ের করে। রবি কোনো আপিল করেনি, তারা হাইকোর্টের রায় মেনে টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবি। আদালত আপিলের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেন।