রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

03/05/2016 4:55 pmViews: 11
রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল
 
রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে যে চরম দণ্ড দেয়া হয়েছিল তা পুনর্বিবেচনার সুযোগ নেই। মঙ্গলবার নিজামীর রিভিউ আবেদনের শুনানিকালে তিনি এই কথা বলেন।
মাহবুবে আলম বলেন, যথেষ্ট তথ্য-উপাত্ত ও দালিলিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনটি অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল। আপিল বিভাগ ঐ রায় বহাল রেখেছে। আসামিপক্ষ এমন কোনো যুক্তি দেখাতে পারেনি যার কারণে রায় পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ নভেম্বর মতিউ রহমান নিজামী আল বদরের প্রশংসা করে পত্রিকায় কলাম লিখেছিলেন এবং জনসভায় বক্তব্য দেন। তার এই বক্তব্য ছিল প্ররোচনামূলক। যার ভিত্তিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। সাক্ষীদের সাক্ষ্যে এসব বিষয় উঠে এসেছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, পাবনার দুইটি স্থানে গণহত্যা চালানো হয়েছিল। সেখানে নিজামী উপস্থিত ছিলেন।  এসব তথ্য সাক্ষীরা তাদের সাক্ষ্যে বলেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ১৯৭৪ সালে দিল্লি চুক্তি হয়েছিল। চুক্তি হওয়ার আগেই যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন প্রণয়ণ করে তত্কালীন সরকার। যেহেতু ঐ আইন এখনো বহাল আছে সেহেতুে যুদ্ধাপরাধীদের বিচার করতে বা মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।
মূল হোতাদের ছেড়ে দিয়ে সহযোগীদের বিচার করা প্রসঙ্গে তিনি বলেন, পাঁচজন হত্যাকারীর মধ্যে যদি চারজন পালিয়েও যায় তবে বাকি একজনের যে বিচার করা যাবে না এটা বলার কোনো অবকাশ নেই। এসময় তিনি নিজামীর ফাঁসি বহালের আশা ব্যক্ত করেন।

Leave a Reply