রায় পর্যালোচনা করে রিভিউর সিদ্ধান্ত

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিজামীর রায় বহালের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমার ক্লায়েন্ট নিজামী সাহেব যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই ব্যবস্থা নেব।
নিজামীর আইনজীবী বলেন, আদালতে যে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা সাজানো সাক্ষ্য। পাকিস্তানের সামরিক বাহিনীর যারা এ অপরাধে জড়িত ছিল তাদের বিচার না করে ছেড়ে দেয়া হয়েছে। তাদের সহযোগী হিসেবে আসামির মৃত্যুদণ্ড হতে পারে না।