রায়পুরে অপহৃত শিশু ২৯ দিন পর উদ্ধার

02/12/2016 12:33 pmViews: 6
রায়পুরে অপহৃত শিশু ২৯ দিন পর উদ্ধার
 
রায়পুরে অপহৃত শিশু ২৯ দিন পর উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণ হওয়ার ২৯ দিন পর শিশু আবদুল্লাহকে (৪) চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ভূঁইয়ারহাট এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমীন।
শুক্রবার সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, গত ২নভেম্বর রায়পুর উপজেলার নিজ বাড়ি থেকে শিশু আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন ও স্থানীয় এক নারী ইউপি সদস্য অপহরণ করেন। পরে চাঁদপুরের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমীনের কাছে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে দেয়।
এ ঘটনায় গত ৩ নভেম্বর রায়পুর থানায় জিডি করে অপহৃত শিশুর মা আমেনা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের মহামায়া থেকে ফরিদা ইয়াসমীন নামে এক নারীর বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় ফরিদা ইয়াসমিনসহ অপহৃত শিশুর চাচাতো ভাই রাজু হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Leave a Reply