রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত্‍ করা কৃষকের বিষ খেয়ে আত্মহত্যা

11/06/2015 12:50 pmViews: 16

রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাত্‍ করা কৃষকের বিষ খেয়ে আত্মহত্যা



 

রাহুল গান্ধীর কাছে অভিযোগ জানাচ্ছেন সেই কৃষক। ইনিই বিষ খেয়ে আত্মহত্যা করলেন। (ছবি ফেসবুক থেকে)রাহুল গান্ধীর কাছে অভিযোগ জানাচ্ছেন সেই কৃষক। ইনিই বিষ খেয়ে আত্মহত্যা করলেন। (ছবি ফেসবুক থেকে)

মাস দুয়েক আগেই পাঞ্জাবে সফররত ভারতের সাবেক শাসকদল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর কাছে অভাব অভিযোগের কথা শুনিয়েছিলেন কৃষক সুরহিত সিং। গত ২৮ এপ্রিল রাহুলকে সামনে পেয়ে সুরহিত বলেছিলেন, কৃষকদের সমস্যার সমাধান করা না হলে অনেক কৃষক আত্মহত্যা করবে।

৬০ বছরের পঞ্জাবের সেই কৃষক আত্মহত্যা করলেন। ফসলের প্রচুর ক্ষতির কারণেই সুরহিত বিষ খেয়ে আত্মহত্যা করছেন বলে খবর।
ছুটি কাটিয়ে ফিরে এসে গত ২৮ এপ্রিল রাহুল ট্রেনে চড়ে পাঞ্জাব সফরে গিয়েছিলেন। সেই সফরে কৃষকদের সঙ্গে কথা বলেছিলেন রাজীব-তনয়। রাহুল শুনেছিলেন অসময়ে বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া ফসল বিক্রি করতেও অসুবিধা হচ্ছে। পাঞ্জাবে এখন ক্ষমতায় বিজেপির জোট শরিক শিরোমনি অকালি দল। ২০০৭ সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।
গত তিন মাসে পঞ্জাবে ধান, গম, আলু চাষী মিলিয়ে ১২ জন কৃষক আত্মহত্যা করেছেন।

Leave a Reply