রাহুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ

28/03/2014 9:43 pmViews: 9

রাহুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ
কলকাতা: উত্তরবঙ্গে রাহুলের জনসভায় স্কুল ছাত্রদের উপস্থিতিতে সরাসরি রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের

সাধারণ সম্পাদক মুকুল রায়।

নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের ও নথিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের ছাত্র পরিষদ এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

রাজনীতিতে স্কুল পড়ুয়াদের  নিয়ে আসা বৈধ নয়। তৃণমূলের ছাত্র

রাজনীতি সংগঠন এটা কোনোভাবেই সমর্থন করে না। এর মাধ্যমে রাহুল গান্ধী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করেছে বলে অভিযোগ সংগঠনটির।

তবে তৃণমূলের এই অভিযোগের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

এদিকে রাহুল গান্ধীর মতো হেভি ওয়েট নেতার জনসভায় এ ধরনের ঘটনা ঘটায় ইতোমধ্যে রাজনৈতিক

মহলে হৈচৈ পড়ে গেছে। হৈচৈ তো পড়ারই কথা। কারণ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের জেলা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেনি। অভিযোগ করা হয়েছে সরাসরি কেন্দ্রীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া তনয়ের বিরুদ্ধে।

Leave a Reply