রাস্তায় কোনো পথশিশু থাকবে না : প্রধানমন্ত্রী

11/10/2015 4:01 pmViews: 7
রাস্তায় কোনো পথশিশু থাকবে না : প্রধানমন্ত্রী


ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের রাস্তায় কোনো পথশিশু থাকবে না। প্রত্যেক শিশুর শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করবে সরকার।

রোববার বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা থেকে কোনো শিশু ঝরে পড়বে বা রাস্তায় টোকাই হবে তা আমরা চাই না। দেশের রাস্তায় কোন পথশিশু থাকবে না। একটা শিশুও রাস্তায় ঘুরবে না। ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে শিশুদেরও খাওয়াতে পারবো। তাদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দেবে সরকার।

তিনি আরো বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত ও মায়েদের স্বাস্থ্যহীনতা রোধ করতে হবে। শিশুদের খাদ্য, পুষ্টি, চিকিৎসার নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।

পরীক্ষা ছাড়াই শিশুদের নিজ এলাকার স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবে, তাদের লেখাপড়া করানোর জন্য পিঠে একগাদা বই চাপিয়ে দিয়ে সারাক্ষণ পড়ো পড়ো পড়ো বলে পড়ার জন্য চাপ দেয়া গ্রহণযোগ্য নয়। তাদের খেলাধুলারও সুযোগ থাকতে হবে। শৈশবে আমাদেরও যখন সারাক্ষণ পড়তে বলা হতো, আমাদেরও খারাপ লাগতো।

শেখ হাসিনা বলেন, শিশদের খেলার মাঠের ব্যবস্থা, খোলামেলা জায়গা রাখতে হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস আমাদের শিশুদের জানাতে হবে।

তিনি বলেন, আমরা এখন মাথা উঁচু করে চলি। কারও কাছে মাথা নত করি না। সে কারণে আমাদের পুরোপুরি শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে।

শিশুদের প্রতিটি অধিকার যেন সুনিশ্চিত হয় সে বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশুই স্কুলে যাবে, মেধা বিকাশের সুযোগ পাবে। সে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। একটি শিশুও ঝরে পড়বে না। তারা রাস্তায় ঘুরে বেড়াবে, এটা আমরা চাই না।

Leave a Reply