রাস্তার কারণে যানজট হবে না: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের প্রস্তুতি সবসময়ের চেয়ে ভালো। অন্য সববারের তুলনায় এবার রাস্তার কন্ডিশন অনেক ভালো। রাস্তার কারণে যানজট হবে না, এটা আমি অ্যাসিউর করতে পারি।’
বৃহস্পতিবার সচিবালয়ে মেট্রোরেল ও র্যাপিড বাস ট্রানজিট (বিআরটি) নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নে ঈদে যানজট ঠেকাতে ‘দিন-রাত ঘোরাঘুরি’ করার কথা জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, ‘টাঙ্গাইল থেকে (বুধবার) রাত ১০টার সময় এসেছি। তিন দিন পরপর সব রোড ঘুরছি, যাতে করে বিকল্প ব্যবস্থা (ঈদে যানজট হলে) করা যায়।’
এবার ঈদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অসুবিধা হবে না- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘ঈদে যানজট হয় এ রকম ১৫টি স্পটে পাঁচ দিন এক হাজার স্বেচ্ছাসেবক রোভার স্কাউটের মাধ্যমে কাজ করবে, তাদের কিছু অনারিয়ামও দেব। যানজটপ্রবণ এলাকায় নারী, শিশু, বৃদ্ধদের অসুবিধা হয়। এজন্য মোবাইল পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হবে।’