রাসিক মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত আদালতের
রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবেনা এই মর্মে রুল জারি করা হয়েছে। বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মুহম্মদ আতাউর রহমান খানের ডিবিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
এর আগে, সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ মঙ্গলবার সকালে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করে বরখাস্তের আদেশ স্থগিত চান তিনি।
গত রবিবার মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।