রাসায়নিক অস্ত্র হস্তান্তরে সিরিয়ার ধীরগতি, আমেরিকার উদ্বেগ
ওয়াশিংটন: সিরিয়ান সরকারের কাছে মজুদ থাকা রাসায়নিক অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া খুব ধীর গতির হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ওয়াশিংটন বলছে এখন পর্যন্ত মাত্র চার শতাংশ রাসায়নিক অস্ত্র হস্তান্তর করেছে দামেস্ক।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র হস্তান্তর হতে দেরি হলে এর দায় দামেস্ককে নিতে হবে। তিনি আরো জানান, সময়মতো অস্ত্র হস্তান্তর না হওয়ায় তিনি ‘উদ্বিগ্ন’।
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরোদ সংস্থার মাধ্যমে (ওপিসিডব্লিউ) আগামী ৩০ জুনের মধ্যে সব রকমের রাসায়নিক অস্ত্র হস্তান্তর করার কথা সিরিয়ার। কিন্তু সেই তুলনায় মাত্র চার শতাংশ অস্ত্র হস্তান্তর করা হয়েছে।
গত ৭ জানুয়ারি সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে ১৬ টন রাসায়নিক অস্ত্রের প্রথম চালানটি ছেড়ে যায়। এরপর ২৭ জানুয়ারি অপর চালানটি বন্দর ছেড়ে যায় বলে জানায়, ওপিসি।
আমেরিকার অ্যাম্ব্যাসেডর রবার্ট মাইকুলাক এক বিবৃতিতে ওপিসিকে বলেন, “সিরিয়ার কাছে থেকে রাসায়নিক হস্তান্তরের প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। এই প্রক্রিয়াকে দ্রুত সফল করার জন্য নজর দেয়া উচিত।”
সিরিয়ার রাসায়নিক অস্ত্রগুলো নরওয়ে এবং ডেনমার্কে নিরাপত্তা সহায়তায় ইতালিতে নেয়া হবে। এরপর সেটি আমেরিকান কার্গো জাহাজ ‘কেপ রে’ তে লোড করা হবে। সূত্র: বিবিসি।