রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে সরকার

25/06/2015 4:08 pmViews: 5
রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে সরকার

২৫ জুন, ২০১৫

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিদের অন্যায়ভাবে সরিয়ে সে পদে সরকার নিজ দলীয় লোকদের বসিয়ে দিচ্ছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সরকার চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসায় মেতে উঠেছে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন,  বিরোধী দলের নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের অন্যায়ভাবে সরিয়ে দেয়ায় কার্যত স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সরকার খুব জেনে শুনে স্থানীয় সরকার ব্যবস্থাকে তছনছ করে ফেলেছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আজকে আওয়ামী লীগ প্রতিহিংসার মাধ্যমে বিরোধী দলের প্রতিনিধিদের সরিয়ে দিচ্ছে বলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি তা করবে না। বিএনপি গণতন্ত্রের জন্য রাজনীতি করে। গণতন্ত্র বিনির্মানে আমারা আওয়ামী লীগকে বাহিরে রেখে নয়, পাশেই রাখতে চাই।

রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আজ ঢাকা মহানগর বিএনপির নেতা ও অবিভক্ত সিটি কমিশনার চৌধুরী আলমের গুম হওয়ার ৫ বছর পূর্তি। দীর্ঘদিন পার হলেও চৌধুরী আলমের পরিবার ও আমাদের মধ্যে তাকে ফিরে পাওয়ার আশার সঞ্চার হয়েছে। তার কারণ আমাদের দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন দীর্ঘদিন গুম থাকার পর তাদের সন্ধান পাওয়া গেছে। যদি ও তাদের পরিবার এখন তাদের কাছে ফিরে পায়নি। তবুও তারা বেচেঁ আছে এটাই পরিবারের কাছে বড় প্রাপ্তি।

Leave a Reply