রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীদের বেতন বাড়ল

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশররাফ হোসাইন ভুইঞা এ তথ্য জানান।
নতুন এ কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ১ লাখ ২০ হাজার টাকা, প্রধানমন্ত্রী ১ লাখ ১৫ হাজার টাকা, স্পিকার ১ লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতি ১ লাখ ১০ হাজার টাকা, মন্ত্রীরা ১ লাখ ৫ হাজার টাকা, সুপ্রিমকোর্টের বিচারপতিরা ৯৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, উপমন্ত্রীরা ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।