রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষার্থীদের দাঁড়াতে বাধা নেই : শিক্ষামন্ত্রী

01/02/2014 9:33 pmViews: 8

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সংবর্ধনায় শিক্ষার্থীদের দাঁড়াতে বাধা নেই : শিক্ষামন্ত্রী বরিশাল : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু ক্ষুদে নয়; কোনো পর্যায়ের শিক্ষার্থীকেই সংবর্ধনার নামে রাস্তায় দাঁড় করানো যাবে না। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা, সংবর্ধনা দেয়া নয়। তবে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর বিষয়টি আলাদা। তারা কোথাও সফরে গেলে তাদের দেখা পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার।

মন্ত্রী আরো বলেন, আগে এ ঘটনা অহরহ ঘটলেও গত পাঁচ বছরে শিক্ষার্থীদের রাস্তায় দাড়ানোর সংস্কৃতি বন্ধ করেছিলাম। কিন্তু অতিসম্প্রতি অতিউৎসাহী কিছু জনপ্রতিনিধি সংবর্ধনার নামে আবারো শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা চলতে দেয়া হবে না, এ সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা হবে।

মন্ত্রী শনিবার বিকেলে বরিশালের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে শিক্ষামন্ত্রী শনিবার সকালে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে ৪৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। শিক্ষার্থীদের দায়িত্ব পড়াশুনা করে বিশ্বমানের মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশকে সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শওকত হোসেন হিরন, বরিশাল-২ আসনের সাংসদ এডভোকেট তালুকদার মো. ইউনুস, শিক্ষা সচিব আব্দুল নাসের চৌধুরী, বরিশাল বিভাগীয় কমিশনার নূরুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর আতাউর রহমান, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।

সভা শেষে মন্ত্রী শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ প্রতিযোগিতায় দেশের সাতটি শিক্ষা বোর্ডের ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Leave a Reply