রাষ্ট্রপতি পদে বসার দিন দূরে নয়: এরশাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
রাষ্ট্রপতি পদে বসার দিন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, রাজনীতির অবস্থা খুব ভালো নয়, সংঘাতের আশঙ্কা আছে। মানুষ পরিবর্তন চায়। এজন্য আবার রাষ্ট্রপতি হতেও পারি আমি। রাষ্ট্রপতি পদে বসার দিন খুব বেশি দূরে নয়।
শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আব্দুস সাত্তার ভিডির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমদ বাবলু ও সুনীল শূভরায় প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সুযোগ আসতেও পারে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। এ দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন আসবে। এদেশের মানুষই আনবে পরিবর্তন।’
এরশাদ বলেন, ‘যে আশা নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স করেছিলাম তা ব্যর্থ হয়েছে। ডাক্তার ঠিকমতো আসে না। তাদেরও দোষ নেই। দোষ আমাদের সিস্টেমের। দেশে এখন নামেমাত্র হেলথ কমপ্লেক্স আছে। তিনি রাষ্ট্রপতি থাকলে এসব সমস্যা বলা মাত্র সমাধান হয়ে যেতো।’
এরশাদ বলেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে কেন আমেরিকা নাক গলাবে? আমরা কি পড়ালেখা জানি না? আমরা কি রাজনীতি করি না? আমরা কী করে ক্ষমতায় আসবো-যাবো, এটা আমাদের ব্যাপার, অন্য কারও নয়।